এসময় ঘটনাস্থল থেকে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গলের চৌমোহনা চত্বরে দলের নেতাকর্মীদের বের করা মিছিলে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম ও কনস্টেবল মুজাহেদুল ইসলাম ছাড়াও বিএনপির অন্তত আট নেতাকর্মী আহত হন।
এই ঘটনায় বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তাদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজির উদ্দিন, বিএনপি নেতা তাজ উদ্দীন তাজু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান ও ছাত্রনেতা আব্দুল কাদিরের নাম জানা গেছে।
শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুর জামান বাংলানিউজকে বলেন, মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা শহরের চৌমোহনার দিকে এলে তাদের সহিংস কিছু করতে নিষেধ করি। কিন্তু তা না শুনে বিনা উস্কানিতে তারা আমাদের ওপর হামলা চালান। এতে আহত হন শ্রীমঙ্গল থানার ওসিসহ আমাদের দুই পুলিশ সদস্য। এসময় ঘটনাস্থল থেকে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসআই