ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
কুমিল্লায় জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আ’লীগ কুমিল্লা টাউন হল মিলনায়তনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল/ ছবি: বাংলানিউজ

কুমিল্লা: এখন থেকেই আগামী একাদশ জাতীয় নির্বাচন পর্যন্ত দলীয় নেতাকর্মীরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনের মুক্তিযোদ্ধা কর্ণার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মুস্তফা কামাল বলেন, কারো সঙ্গে যুদ্ধ করা আমাদের উদ্দেশ্য নয়। তবে আজ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। সরকারের অংশ আওয়ামী লীগ। সরকারের যে কোনো কার্যক্রমে আওয়ামী লীগ সহযোগিতা করবে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী মজিবুল হক, সহ-সভাপতি জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল, জসিম উদ্দিন, মফিজুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, জেলা আওয়ামী লীগের সদস্য মহব্বত আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।