ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৮ তারিখের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
৮ তারিখের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী  এসঅ্যান্ডআর ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা। ছবি: শেখ জাহাঙ্গীর

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে কী রায় দেবে তা আমরা জানিনা। বিচারকই জানেন রায় কি হতে পারে। আশা করছি রায়ের পর বাংলাদেশ আরও সুন্দর ও ভাল থাকবে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের এসঅ্যান্ডআর ক্লাব মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিএনপি বলছে নিরীহ মানুষকে নাকি গ্রেফতার করা হচ্ছে।

আপনারা সবাই বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ভিডিও ফুটেজ দেখেছেন, ৩০ তারিখে তারা কীভাবে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। প্রিজনভ্যান ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ভিডিও ফুটেজে দেখা গেছে।

এসব ভিডিও ফুটেজ পর্যালোচনার পর অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এক্ষেত্রে পুলিশ তাদের পেশাদারী দায়িত্ব পালন করছেন।  

৮ তারিখের প্রস্তুতির ব্যাপারে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত। ২৪ ঘণ্টা তারা ডিউটি করে। ঘুমানোর সময়ও তাদের কান খাড়া থাকে এবং যে কোনো ঘটনা মোকাবেলা করতে তারা সর্বদাই প্রস্তুত।

জঙ্গি বিষয়ে তিনি বলেন, অভিযোগ ছিল আমাদের দেশে নাকি আইএস আছে! আমি বলেছি, কোথায় আইএস, দেখান! প্রধান মন্ত্রীর নির্দেশে একের পর এক অভিযানে শক্ত হাতে আমরা জঙ্গি দমন করেছি। পৃথিবীর অন্য দেশ যখন আতঙ্কে বাংলাদেশ তখন জঙ্গি দমনে সফল।  

হাতিরঝিল সম্পর্কে তিনি বলেন, যখন হাতিরঝিল তৈরি হয়, তখন অনেকের বাড়ির অংশ ভাঙ্গতে হয়েছে। কিন্তু এখন যাদের বাড়ি হাতিরঝিলের পাশে আছে তারা বলে, বাংলাদেশ এখন আরও উজ্জ্বল হয়েছে। তাদের বাড়ির পাশে এতো সুন্দর একটা ঝিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ্যে প্রতিনিয়ত এস্থানের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

বিজি প্রেস কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এফ আমিন চৌধুরী, পরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মাদ আল আমিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্যা সফি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এনএইচটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।