ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ছাত্রদল-ছাত্রশিবিরের ৪ কর্মীসহ আটক ৪০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
রাজশাহীতে ছাত্রদল-ছাত্রশিবিরের ৪ কর্মীসহ আটক ৪০

রাজশাহী: রাজশাহীতে পুলিশি অভিযানে বিএনপি, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীসহ ৪০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত অভিযান চলে। চার থানা ও মহানগর ডিবি পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।

দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম এই পুলিশি অভিযানের তথ্য নিশ্চিত করেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আটক ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা হলেন- রুম্মান খন্দকার (২৪), আশিক হোসেন (২৭)। ছাত্রদল কর্মী হলেন- আবদুর রউফ ওরফে মিলন (২৮) এবং আটক বিএনপি কর্মী হলেন- আবদুর রশিদ (৪০)।

এছাড়া অভিযান চলাকালে সন্দেহভাজনসহ বিভিন্ন অপরাধে আরও ৩৬ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় দুপুরের মধ্যেই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান আরএমপির এই মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।