ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার রায় ঘিরে নৈরাজ্য রোধে বগুড়ায় র‌্যাবের টহল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
খালেদার রায় ঘিরে নৈরাজ্য রোধে বগুড়ায় র‌্যাবের টহল বগুড়ায় যানবাহনে র‌্যাবের তল্লাশি/ ছবি: বাংলানিউজ

বগুড়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। 

সেই রায় ঘিরে বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা নৈরাজ্য ও নাশকতারোধে টহল কার্যক্রম শুরু করেছেন।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বগুড়া ক্যাম্পের কোম্পানি কামান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় শহরে বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা।

বগুড়া র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  জনমনে শান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের কাযক্রম অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।