ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি সংবাদ সম্মেলনে কথা বলছেন খালেদা জিয়া/ছবি: বাদল

গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে: মিথ্যা মামলায় ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না। আমি বেকসুর খালাস পাবো। আমি যেকোনো পরিস্থির জন্য তৈরি আছি। আমাকে জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপাসনের খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

খালেদা বলেন, আদালত রায় দেওয়ার বহু আগেই বলেছে আমরা জেল হবে।

যেন বিচারক নয় ক্ষমতাসীনরা রায় লিখে দিচ্ছে। আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। আমি কোনো দুর্নীতি করিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
এমএসি/এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।