মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় বিএনপির প্রতিবাদ সভায় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রশাসনকে বলবো, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করুন, আমাদের উস্কানি দেবেন না।
এসময় আরও উপস্থিত ছিলেন-দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি প্রমুখ।
কর্মসূচির চারদিক থেকে পুলিশ নেতাকর্মীদের ঘিরে রাখে। দলের নেতাকর্মীদের বাধা না দিলেও তাদের সড়কে উঠতে দেয়নি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আরআর