বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ চেয়েছে, সরকার চেয়েছে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢিল ছুড়ে গাড়ির কাচ ভাঙুক।
শান্তিপূর্ণ আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করা হবে মন্তব্য করে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করা মানে দুর্বলতা নয়। বিএনপির শক্তি-সামর্থ্য আছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপিকা রেহানা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এমইউএম/এএ