ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বেলকুচিতে আ’লীগের দুই নির্বাচনী কার্যালয় ভাঙচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৮, ডিসেম্বর ১৪, ২০১৮
বেলকুচিতে আ’লীগের দুই নির্বাচনী কার্যালয় ভাঙচুর দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিসের হামলা, ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপি নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে পৌর এলাকার মুকুন্দগাঁতী কড়ইতলা ও চালা সাতরাস্তা মোড় এলাকায় এ হামলা ঘটে। আর কদমতলী এলাকায় ঝটিকা মিছিল নিয়ে এসে বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী বেশ কিছু লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মুকুন্দগাঁতী কড়ইতলা নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। একই সময়ে মুখোশধারী অপর একটি পক্ষ হামলা চালায় চালা সাতামাথা এলাকায় নির্বাচনী ক্যাম্পে।  

বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ বাংলানিউজকে জানান, বিএনপির সন্ত্রাসীরা মুকুন্দগাঁতী ও চালা অফিস ভাঙচুর করেছে। পরে বিএনপি নেতা আলতাফ মাস্টারের ছেলে জাহাঙ্গীরের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে কদমতলী এলাকায় নৌকার প্রার্থীর পোস্টার ছেঁড়া হয়। নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে।  

একই অভিযোগ করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাও।  

যোগাযোগ করা হলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চেয়ার-টেবিল ছাড়াও পোস্টার ছিঁড়ে নেয় তারা। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

তবে এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিমের মোবাইলে ফোন করলেও তিনি তা ধরেননি।  

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ