ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চান্দিনায় আ’লীগের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে দুবৃ‌র্ত্তরা। এ ঘটনায়  কমপক্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তবে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ।

আহতরা হলেন- উপজেলার বরকড়ই ইউনিয়নের বাসিন্দা সাহেব আলী মাস্টারের ছেলে যুবলীগ নেতা গিয়াস উদ্দিন (৪০), একই এলাকার আ. কাদেরের ছেলে ইউসুফ (২৭), সাহাবউদ্দিনের ছেলে সোহেল (৩৮), মনির মাস্টারের ছেলে আশিক এলাহী (৩৫) ও মৃত. ইব্রাহিমের ছেলে ফারুক (৩২)।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফতেহপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে,  উপজেলার ফতেহপুর বাজার এলাকা থেকে মিছিল শেষে করে ফিরছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় পথে তাদের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় কমপক্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল বাংলানিউজকে জানান, ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের নেতেৃত্বে হামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।