ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাগুরা-১: নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
মাগুরা-১: নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী। ছবি: বাংলানিউজ

মাগুরা: জাতীয় পার্টির (জাপা) মাগুরা জেলার আহ্বায়ক ও মাগুরা-১ আসনে মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাপা প্রার্থী অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা। একই সঙ্গে সাইফুজ্জামান শিখরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে জাপার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।  

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জাপার আয়োজিত মতবিনিময় সভায় নৌকার পক্ষে কাজ করতে একজোট হন তারা।  

জেলা জাপার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রতন কুমার মিত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা জাপার আহ্বায়ক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, মাগুরা-১ আসনের মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা জাপার সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক মোজম্মেল হক হারুন প্রমুখ।

 

সাইফুজ্জামান শিখর বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ঐক্যবদ্ধভাবে নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী না করতে পারলে থেমে যাবে সব উন্নয়ন। স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এলে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে দেশকে।  

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।  

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, অধ্যক্ষ কামরুজ্জামান চাঁদসহ মহাজোট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।