ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডোমারে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
ডোমারে জামায়াত নেতা গ্রেফতার প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডোমারে পুলিশের ওপর হামলার মামলায় উপজেলা জামায়াতে সেক্রেটারি খন্দকার মোহাম্মদ আহমেদুল হক মানিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিক ওই গ্রামের খন্দকার মাজাহারুল হকের ছেলে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদ আলী ব্যাপারী বাংলানিউজকে বলেন, গত ১৫ ডিসেম্বর ডোমার সদর ইউনিয়নে পুলিশের ওপর হামলার মামলায় মানিককে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।