ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাংনীতে আটক ১৯, অস্ত্র-গুলি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
গাংনীতে আটক ১৯, অস্ত্র-গুলি জব্দ আটক বিএনপি-জামায়াতের ১৯ নেতা-কর্মী। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে অস্ত্র-গুলি, গান পাউডার, ধারালো অস্ত্র।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে নাশকতার পরিকল্পনার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাহেবনগর গ্রামের আনিছুর রহমানের ছেলে কাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান (৪২), পশ্চিম মালশাদহ গ্রামের মহর আলীর ছেলে জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির (৩২), নওদাপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আব্দুল মতিন (৫২), হাড়াভাঙ্গা গ্রামের মোবারক আলীর ছেলে আজমাইল হক (৩৯), ভাটপাড়া গ্রামের ইসমাইল জোয়ার্দ্দারের ছেলে গোলাম জোয়ার্দ্দার (৪০), বামন্দীর আজিজুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), ভোমরদহ গ্রামের রাফাত আলীর ছেলে হবিবর রহমান (৬০), ছাতিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (ভূটি), বেতবাড়িয়া গ্রামের ফজলুর রহমসানের ছেলে রাজন (৩২), রুয়েরকান্দি গ্রামের আহমদ আলীর ছেলে লিয়াকত আলী (৬৫), চাঁদপুর গ্রামের বাথানপাড়া গ্রামের বাহার মণ্ডলের ছেলে নজরুল ইসলাম (৫৫), চাদপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ইয়ারব আলী (৫০), সাহারবাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে জয়নাল হোসেন (৪০), গাংনী থানাপাড়া এলাকার ইসমাইল হোসেন মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৫০), হোগলবাড়িয়া গ্রামের মৃতু সামছুদ্দীন বিশ্বাসের ছেলে বিএনপি নেতা শফিউল ইসলাম ওরফে শফি (৬৫), রায়পুর গ্রামের মকছেদ আলীর ছেলে আব্বাছ আলী (৪২), এলাঙ্গী গ্রামের আব্দুল হকের ছেলে মনট্টু মিয়া (৪৫), নওপাড়া গ্রামের ছহির উদ্দীনের ছেলে খেদমত আলী (৩৫), ও পশ্চিম মালশাদহ গ্রামের আব্দুল জলিলের ছেলে শওকত ইসলাম বাবলু (৪৮)।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইসএসকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  এসময় তাদের কাছ থেকে দু’টি ওয়ান শুটার, চার রাউন্ড গুলি, এক কেজি গান পাউডার, তিনটি রামদা, একটি ছুরি ও কিছু বাঁশের লাঠি জব্দ করা হয়।  

আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, বিস্ফোরকদ্রব্য আইনে একটি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে আদালতের মাধ্যমে তাদের মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এদিকে, মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় তার গাংনী উপজেলা বিএনপির অফিস ও বামন্দী নির্বাচনী অফিস থেকে বিএনপি নেতা-কর্মীদের আটকের অভিযোগ করেন তিনি।

আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাভেদ মাসুদ মিল্টন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।