ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারীর সব অধিকার নিশ্চিত করার আহবান জাপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
নারীর সব অধিকার নিশ্চিত করার আহবান জাপার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

ঢাকা: নারীর সব অধিকার নিশ্চিত করার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বানীতে তিনি একথা বলেন।

বানীতে জি এম কাদের বলেন, ২০২০ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য সমতা’ প্রাসঙ্গিক ও সময়োপযোগী।

তিনি বলেন, নারীর শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও টেকসই উন্নয়নের জন্য লিঙ্গসমতা খুবই গুরুত্বপূর্ণ। তাই আন্তর্জাতিক নারী দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জাপা চেয়ারম্যান কাদের বলেন, দেশের উন্নয়নের রুপকার, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নারীর শিক্ষা, সমতা এবং অধিকার প্রতিষ্ঠায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রাথমিক বিদ্যালয়সহ চাকরিতে নারীর প্রবেশাধিকার সম্প্রসারিত করেন। নারীর শিক্ষা ও দক্ষতা উন্নয়নে পল্লীবন্ধুর প্রতিটি অবদান দৃষ্টান্ত হয়ে রয়েছে।  

এছাড়া নারীর শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কিশোরীদের সব অধিকার নিশ্চিত করতে সবারও প্রতি আহবান জানিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।