রোববার (৩ মে) জাসদ সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে সরকারের কাছে এ দাবি জানান।
বিবৃতিতে সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীর সঙ্গে কোভিড-১৯ টেস্টের রিপোর্ট না থাকায় চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া, অ্যাম্বুলেন্সে হাসপাতালের পর হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেতারা।
তারা বলেন, হাসপাতালগুলো করোনা টেস্টের পজিটিভ রিপোর্ট ছাড়া লক্ষণ ও উপসর্গ আছে এমন রোগীদেরও ফিরিয়ে দিচ্ছে। অন্যদিকে নন-কোভিড হাসপাতালগুলো করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট ছাড়া সাধারণ রোগী এবং করোনার লক্ষ্মণ ও উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসা দিচ্ছে না।
‘যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টেস্টের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেই চলেছে, সেখানে দেশে সাধারণ রোগীরা টেস্টের অভাবে হাসপাতালে সাধারণ চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছে। ’
জাসদ নেতাদ্বয় চিকিৎসাসেবা খাতের এই অমানবিক পরিস্থিতি, অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতা অবিলম্বে দূর করার জন্য সরকারের কাছে দাবি জানান। যে সব হাসপাতাল থেকে রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেই সব হাসপাতালের কর্তৃপক্ষ ও মালিকদের কঠোর শাস্তিরও দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ০৩, ২০২০
আরকেআর/এএ