ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইশরাকের ‘প্রজেক্ট ঢাকা এইড’ কর্মসূচির ত্রাণ বিতরণ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ৪, ২০২০
ইশরাকের ‘প্রজেক্ট ঢাকা এইড’ কর্মসূচির ত্রাণ বিতরণ শুরু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ‘প্রজেক্ট ঢাকা এইড’ কর্মসূচির ত্রাণ বিতরণ শুরু।

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে ঢাকার দুস্থ ও অসহায় পরিবারের জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঘোষিত ‘প্রজেক্ট ঢাকা এইড’ কার্যক্রমের ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় ফাউন্ডেশনের আহ্বায়ক ইশরাক হোসেন দুস্থদের বাসায় বাসায় গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন।

বিএনপি, যুবদল এবং ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী দল ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে নগরীর দুস্থদের বাসায় বাসায়  গিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

১০ হাজার দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ঢাকাবাসীর সমন্বয়ে ত্রাণ তহবিল গঠনের কার্যক্রম  ‘প্রজেক্ট ঢাকা এইড’ কর্মসূচিতে নিজস্ব অর্থায়নে আড়াই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণের ঘোষণা দেন ইশরাক হোসেন। নিজস্ব অর্থায়নের এ আড়াই হাজার প্যাকেট প্রস্তত করে বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। প্রথমদিন বিতরণ করা হয় রাজধানীর সূত্রাপুর এবং ওয়ারী থানার দুস্থদের বাসায়।

গত ২৮ এপ্রিল ঢাকার অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রজেক্ট ঢাকা এইড কর্মসূচির ঘোষণা দেন ফাউন্ডেশনের আহ্বায়ক ইশরাক হোসেন। ঘোষণার সপ্তম দিনে এখন পর্যন্ত মোট সহায়তা এসেছে ১ লাখ  ৬৭ হাজার ৬শ’ ২৫ টাকা। আর ত্রাণ উপকরণ এসেছে  ৫০ বস্তা (আড়াই টন) চাল, ২০ বস্তা (১ টন) ছোলা এবং ১৭ বস্তা (৪২৫  কেজি) পেঁয়াজ।

সেইসঙ্গে এ সময়ের মধ্যে ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বর ০১৭০৭৩৬৮৮৬৮ এ ফোন করে দান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আরও অনেকেই। আর তহবিল সংগ্রহ সম্পর্কিত যাবতীয় হিসাব সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ওয়েবসাইট www.shkfoundation.org এ বিস্তারিত তুলে ধরা হয়েছে।

আগামী ১৫ রমজান অর্থাৎ ১০ মে পর্যন্ত চলবে প্রজেক্ট ঢাকা এইডের তহবিল সংগ্রহের কার্যক্রম। সুতরাং ঢাকাবাসীর যে কেউ চাইলেই তার সামর্থ্য অনুযায়ী এ ফাউন্ডেশনে দান করে ঢাকার দুস্থ পরিবাবের পাশে দাঁড়াতে পারেন। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ওয়েবসাইট  www.shkfoundation.org  অথবা  সরাসরি সহায়তা দিতে যোগাযোগ করতে পারেন ০১৭০৭৩৬৮৮৬৮ নম্বরে অথবা বিকাশ করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ০৪, ২০২০
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।