ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এবার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজকে শোকজ নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এবার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজকে শোকজ নোটিশ

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের পর দলটির আরেক নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।


সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রথমে শোকজ দেওয়া হয় শওকত মাহমুদকে।

এরপর শোকজ নোটিশ দেওয়া হলো মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদকে।

>>>বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে শোকজ

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে তাদের এই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানায় সূত্র।

জানতে চাইলে রুহুল কবির রিজভী বাংলানিউজকে বলেন, শওকত মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলেও মেজর হাফিজ উদ্দিনকে ৫ দিনের সময় দেওয়া হয়েছে। তাকে শোকজ নোটিশের জবাব দিতে হবে ৫ দিনের মধ্যে।  

রিজভী আহমেদ বলেন, দলের নাম ব্যবহার করে নেতাকর্মীদের বিভ্রান্ত করে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে শওকত মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে এবং হাফিজ উদ্দিন আহমেদকে পাঁচদিনের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

রিজভীর স্বাক্ষরে হাফিজ উদ্দিনকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ওয়ান-ইলেভেনের সময়ে দলকে বিভক্ত করে মহাসচিব হওয়া, বিভিন্ন সময়ে দলের সর্বোচ্চ পর্যায় থেকে দায়িত্ব দেওয়া হলে সেটা করতে অপরাগতা প্রকাশ করা বিশেষ করে কৃষক দলের মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হলেও তা করতে অপরাগতা প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন সময়ে দলের সিনিয়র নেতাদের অসম্মান করে বক্তব্য দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমএইচ/এমইউএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।