ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নুর হোসেনের রক্তে অর্জিত গণতন্ত্র আজ অবরুদ্ধ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
‘নুর হোসেনের রক্তে অর্জিত গণতন্ত্র আজ অবরুদ্ধ’ রাজধানীর নুর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা

ঢাকা: বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন দেশে নুর হোসেনের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আজ অবরুদ্ধ।

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে বুধবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর জিরো পয়েন্টে নুর হোসেন স্কয়ারে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সেদিন নুর হোসেনের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু আজ দেশে সেই গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভুলুণ্ঠিত। একদলীয় শাসন ব্যবস্থা চলছে। সেই সঙ্গে দমন, নির্যাতন, নিপীড়ন চলছে। সাংবাদিকদের লেখার স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই।

তিনি বলেন, আপনারা দেখছেন আজ এ সরকার জনগণের ওপর চেপে বসেছে। এ সরকার আগের রাতের ভোটে নির্বাচিত। যেহেতু এ সরকার অবৈধ, জনগণের সরকার নয়, গণতান্ত্রিক সরকার নয়, সেহেতু জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতাও নেই। তারা কেরোসিন, ডিজেলের মূল্য বাড়িয়ে জনগণের ওপর বর্ধিত পরিবহন ভাড়া চাপিয়ে দিয়েছে।

আমান উল্লাহ আমান আরও বলেন, আপনাদের হয়তো মনে আছে ১৯৮৭ সালের ১৪মার্চ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সেদিন ছাত্ররা আন্দোলন করেছিল। সেদিন হরতাল ডেকেছিল, সেই হরতালে টাঙ্গাইলের ছাত্র নেতা জগলু নিহত হন। আজকে জনগণের ওপর বর্ধিত বাসভাড়া চাপিয়ে দেওয়া হয়েছে, ডিজেলের মূল্য বাড়িয়ে কৃষকের ইরিগেশন বন্ধ করে দিয়েছে। সেজন্য এই বর্ধিত বাসভাড়া, কেরোসিন, ডিজেলের মূল্যবৃদ্ধি কোনোভাবেই জনগণ মেনে নেবে না। ডিজেল কেরোসিন পূর্বের মূল্যে ফিরিয়ে আনতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ ডিসেম্বর রাতে হয়ে গেছে। সেজন্য এখন জনগণের প্রত্যাশা দলমত নির্বিশেষে আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যদি এই সরকার সে দাবি মেনে না নেয়, যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা করে বাংলাদেশে সে নির্বাচন হবে না, প্রতিহত করা হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, যে কোনো ত্যাগ স্বীকার করতে জনগণ মাঠে নামবে।  

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান, আমিরুজ্জামান শিমুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।