ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগের জনসমর্থন তলানিতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
আ.লীগের জনসমর্থন তলানিতে

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির ফলে জনগণের দুঃখ-দুর্দশার অন্ত নেই। বর্তমানে আওয়ামী লীগের জনসমর্থন তলানিতে নেমে গেছে।

শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, যানবাহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকার নির্বাচনকে ভয় পায় উল্লেখ করে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘আওয়ামী লীগের জনসমর্থন এখন তলানিতে। তারা উন্নয়নের কথা বলে। কিন্তু উন্নয়নের কারণে জনগণের আহাজারি শুনতে পায় না। সরকারের উন্নয়ন হলো কীভাবে মানুষের ভোটধিকার কেড়ে নেওয়া যায়। গভীর রাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকাই তাদের উন্নয়ন। ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি মাস্তান-শুমারি, দুর্নীতিবাজ-শুমারি এবং ইসলাম বিদ্বেষীদের শুমারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় জনগণের রোষে করুণ পরিণতি বরণ করতে হবে। ’

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ডা. শহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, দক্ষিণ সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, উত্তর সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, যুবনেতা ইলিয়াস হাসান, নূরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, যুবনেতা শফিকুল ইসলাম, সাব্বির আহমদ প্রমুখ।

এদিন সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকররমের উত্তর গেট, পল্টন মোড় ও বিজয়নগর নাইটেঙ্গলে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড তৈরি করে। সেখানেই মিছিলের সমাপ্তি ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিলে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।