ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ষড়যন্ত্রের সংজ্ঞা কী জানতে চান রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
ষড়যন্ত্রের সংজ্ঞা কী জানতে চান রিজভী কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: প্রধানমন্ত্রীর কাছে ষড়যন্ত্রের সংজ্ঞা কী জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ছাত্রদল নেতা রাজিব আহসান, আব্দুর রহিম হাওলাদার সেতু এবং সাত্তার পাটোয়ারীর মুক্তির দাবিতে’ স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে এ কথা জানতে চান রিজভী।



বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শনিবার (১৩ নভেম্বর) বলেছেন, লন্ডন থেকে ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী আপনি বলুন তো, কিসের ষড়যন্ত্র। ষড়যন্ত্রের সংজ্ঞাটা আসলে কী, এই ডেফিনেশনটা আমরা আপনার কাছ থেকে জানতে চায়। দিনের ভোট রাতে, কেন্দ্রে ভোটাররা যায় না, চতুষ্পদ জন্তু যায়। এর চেয়ে আর কী ষড়যন্ত্র হতে পারে। এটা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের হোতা আপনি নিজে। আর আপনি বলেন, তারেক রহমান ষড়যন্ত্র করছেন। তাহলে আপনার ষড়যন্ত্রের সংজ্ঞাটা কী?

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, আপনি এমপি, জনপ্রতিনিধি, ছাত্রদের বিচার-বহির্ভূত হত্যা না হয় গুম করেছেন। ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবীর, জাকির, সুমন, চৌধুরী আলমকে গুম করেননি? এটা কোন ষড়যন্ত্র? শেখ হাসিনা আপনি বলুন। তারেক রহমান বক্তব্য রাখলে, দলের কথা বললে আপনি ষড়যন্ত্র বলেন, তাহলে এগুলো কোন ষড়যন্ত্র? বাংলাদেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার হয়, এটা কোন ষড়যন্ত্র? নারায়ণগঞ্জে পেটের মধ্যে ইট দিয়ে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়া হয় এটা কোন ষড়যন্ত্র? ত্বকীর মতো নিরীহ কিশোরকে হত্যা করা হয় এটা কোন ষড়যন্ত্র? ঢাকা শহরে ৫০টি ক্যাসিনো চলে, প্রত্যেকটির মালিক আপনার যুবলীগ, ছাত্রলীগ এটা কোন ষড়যন্ত্র? শেখ হাসিনা আপনি বলুন। আপনি জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ১৪ বছর ক্ষমতায় আছেন।

শেখ হাসিনা জোর করে অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছেন দাবি করে রিজভী বলেন, আপনি নিশিরাতের প্রধানমন্ত্রী। আমরা সুলতানা রাজিয়ার কথা শুনেছি, আপনি কী সুলতানা শেখ হাসিনা হতে চাচ্ছেন? আপনার গণতন্ত্রের দরকার নেই, ভোট দরকার নেই, নির্বাচন দরকার নেই, সুলতানা শেখ হাসিনা হয়ে জমিদারের শাসন কায়েম করতে চান। এটা বাংলাদেশ কোনো দিন হতে দেবে না। আজকে এই কারণেই তো রাজিব, সেতু, সাত্তার পাটোয়ারীরা কারাগারে। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই। সারা দেশের নেতাকর্মীদের মুক্তি চাই, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তি চাই।

রিজভী বলেন, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মঙ্গলবার (১৬ নভেম্বর) বিএনপির উদ্যোগে সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও সংগঠনের সহ সভাপতি ইশতিয়াক আহমেদ বাবুলের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রনেতা হাবীবুর রশীদ হাবীব, দুলাল হোসেন, আকরামুল হাসান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।