ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিসিইউতে খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, নভেম্বর ১৪, ২০২১
সিসিইউতে খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১৪ নভেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে ডা. জাহিদ বাংলানিউজকে বলেন, শনিবার (১৩ নভেম্বর) রাতে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক বোর্ডের পরামর্শ মতো তাকে সিসিইউ কেবিনে রাখা হয়েছে।

খালেদা জিয়ার কী সমস্যা জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের অধীনে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতেই তাকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে রাখা হয়েছে।

গত ১২ অক্টোবর ঘন ঘন জরের কারণে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর তাকে গুলশানের বাসায় নেওয়া হয়। পুনরায় শনিবার (১৩ নভেম্বর) রাতে তাকে চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।