ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে দেয়াল চাপায় সিলেটের ২ যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
পর্তুগালে দেয়াল চাপায় সিলেটের ২ যুবকের মৃত্যু

সিলেট: পর্তুগালে দেয়াল ভেঙে চাপা পড়ে শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২) নামে সিলেটের দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা দেশটির কৃষি ও পর্যটন শহর বেজায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) বিকেলে তারা নিজ কর্মস্থলে কনস্ট্রাকশনের কাজ করার সময় আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

নিহত শাহীন আহমেদ মৌলভীবাজার সদর থানার বাসিন্দা এবং সুহেদ আহমেদ সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।

স্থানীয় জিএনআর পুলিশ সদস্যদের বরাত দিয়ে কয়েকজন প্রবাসী জানান, শাহীন ও সুহেদ দেয়াল চাপায় আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ দুটি বেজা সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, দুই সিলেটি যুবক শাহীন এবং সুহেদের মৃত্যুতে রাজধানী লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। দুজনের মরদেহ দেশে পাঠানো ও জরুরী করণীয় নিয়ে আজ মঙ্গলবার (২১ মার্চ) টেস্ট অব লিসবনে বাংলাদেশি কমিউনিটি এক সভা আহ্বান করেছে।

বাংলোদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এনইউ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।