ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

শুক্রবার বার্লিনেই সমাহিত হবেন কবি দাউদ হায়দার

সাগর আনোয়ার, জার্মানি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, মে ১, ২০২৫
শুক্রবার বার্লিনেই সমাহিত হবেন কবি দাউদ হায়দার

স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে শুক্রবার (২ মে)। এদিনই তাকে জার্মানির রাজধানী বার্লিনে দাফন করা হবে।

জার্মানিতে প্রয়াত কবির অনারারি অভিভাবক মাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।  

মাইন চৌধুরী জানান, আগামী শুক্রবার দুপুর ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত বার্লিনের টাইলেসস্ট্রাসেতে প্রয়াত কবির মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে মিখায়েল হারমেনস্ট্রাসের কবরস্থানে কবির জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

এছাড়া শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বার্লিনের এসমার্কখস্ট্রাসের কুর্ট টুখোলস্কাই লাইব্রেরিতে প্রয়াত কবির সুহৃদদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

কবি, সাহিত্যিক ও সাংবাদিক দাউদ হায়দার ২৬ এপ্রিল (বাংলাদেশ সময় ২৭ এপ্রিল ভোরে) জার্মানির রাজধানী বার্লিনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।  

সত্তরের দশকের শুরুর দিকে দাউদ হায়দার দৈনিক সংবাদের সাহিত্য পাতার সম্পাদক ছিলেন। ১৯৭৪ সালের ২৪ ফেব্রুয়ারি দৈনিক সংবাদ পত্রিকার সাহিত্য পাতায় ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ নামের একটি কবিতা লেখার ‘অপরাধে’ ১৯৭৪ সালের ১১ মার্চ তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য মামলা করা হয়। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র ছিলেন।

পরে ১৯৭৪ সালের ২১ মে শেখ মুজিবের সরকার দাউদ হায়দারকে দেশ থেকে বহিষ্কার করে। এরপর ১২ বছর কবি কলকাতায় প্রখ্যাত সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের বাড়িতে ছিলেন। এসময় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেন। ১৯৮৬ সালে নোবেল বিজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাস তাকে জার্মানিতে নিয়ে যান। তখন থেকেই তিনি সেখানেই ছিলেন।  

দাউদ হায়দারই স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি। ৫০ বছর ধরে তিনি নির্বাসনে কাটিয়েছেন। এই সময়ে তিনি আর কখনোই দেশে আসতে পারেননি।

কবি দাউদ হায়দারের জন্ম ১৯৫২ সালে পাবনার দোহারপাড়া গ্রামে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।