ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কোকোর মৃত্যুতে কাতার যুবদলের শোক

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কোকোর মৃত্যুতে কাতার যুবদলের শোক

কাতার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে কাতার যুবদল গভীর শোক জানিয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে এক বিবৃতিতে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও কাতার যুবদলের সভাপতি শরিফুল হক সাজু, সাধারণ সম্পাদক জামিল আলম মীর এ শোক প্রকাশ করেন।



বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তারা বলেন, দেশের এই দুঃসময়ে এতো বড় একটি শোক কাটিয়ে উঠা অনেক কঠিন ব্যাপার। দোয়া করছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন। তিনি তার এক সন্তানকে হারিয়েছেন, কিন্তু আমরা লাখো সন্তান তার বাঁচার অনুপ্রেরণা হয়ে থাকব।

তারা আরও বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যেন তার ভাইয়ের শোক কাটিয়ে উঠতে পারেন, সেই প্রার্থনাই করছি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।