ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে মাদকবিরোধী সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
কাতারে মাদকবিরোধী সভা কাতারে মাদকবিরোধী সভা/ছবি-বাংলানিউজ

ঢাকা: কাতারে মাদকের বিরুদ্ধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা করেছে কাতার প্রবাসী সাংবাদিক সমিতি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহার নাজমা রমনা রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম।

সভায় বক্তব্য দেন সাংবাদিক সমিতির উপদেষ্টা মানিক হোসেন, নজরুল ইসলাম, ইসমাইল মিয়া, কপিল উদ্দিন, নুরুল কবির চৌধুরীসহ কাতারের বাংলাদেশ কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, কাতারে বর্তমানে তিন লাখ ৬২ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন। ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের আগে আরো তিন লাখ বাংলাদেশি আসবেন। সাম্প্রতিক সময়ে একশ’ ২০ জন বাংলাদেশি কাতার পুলিশের হাতে আটক হন। তাদের মধ্যে ৭০ জনই মাদকের কারণে আটক হন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।