ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে চেক বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
কাতারে কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে চেক বিতরণ ছবি: ব‍াংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: সিলেটের কুলাউড়া উপজেলায় বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) দোহার নিউ জামান রেস্টুরেন্টে এ উপলক্ষে প্যানেল চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদের কাছে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন কাতারে কুলাউড়া অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান উকিল।

এসময় আরও উপস্থিত ছিলেন- কাতারে কুলাউড়া অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক মো. ছয়েফ খান, তফুর মিয়া, ছোয়াব আলী, ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সবাই যার যার অবস্থান থেকে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।