ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

দ. কোরিয়ায় স্থায়ী শহীদ মিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
দ. কোরিয়ায় স্থায়ী শহীদ মিনার

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দক্ষিণ কোরিয়ার আনসান শহরের একটি পার্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

গত শনিবার (১৮ নভেম্বর) রাজধানী সিউলের অদূরের ওই শহরের ‘মাল্টিকালচারাল পার্কে’ নির্মিত এই শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমানের উদ্যোগে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন আনসান শহরের মেয়র জে জং-গিল।

আনসান শহরে বিপুলসংখ্যক বাংলাদেশি ছাড়াও চাইনিজ, ইন্দোনেশীয়, ভিয়েতনামিজ, শ্রীলঙ্কান এবং অন্যান্য জাতি-গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে।  

বহু ভাষা ও সংস্কৃতির মানুষদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতে মাল্টিকালচারাল পার্কে ২০০ বর্গফুটের বেদীর ওপর নির্মিত ৮ ফুট উচ্চতার মিনারটি স্টিল দিয়ে তৈরি।  

শহীদ মিনারের জন্য জায়গা বরাদ্দ, নকশা অনুমোদন থেকে শুরু করে নির্মাণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছর সময় লাগে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে আনসান শহর কর্তৃপক্ষ।  

এর আগে লন্ডন, টোকিও, রোমসহ বিশ্বের বেশ কয়েকটি শহরে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আইএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।