ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন অস্ট্রেলিয়া প্রবাসীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন অস্ট্রেলিয়া প্রবাসীরা ভাষাশহীদদের প্রতি অস্ট্রেলিয়া প্রবাসীদের শ্রদ্ধা

সিডনি (অস্ট্রেলিয়া) থেকে: যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সঙ্গে একুশে ফ্রেবুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে সিডনির অ্যাসফিল্ড পার্কের কমিউনিটি গার্ডেনে স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটির পালনের সূচনা করেন প্রবাসীরা। এসময় সিডনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নিরব থেকে শ্রদ্ধা জানান। এছাড়া বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ দেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।