ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে ফিনল্যান্ড আওয়ামী লীগ

আবেরা সুলতানা ন্যান্সী, হেলসিংকি (ফিনল্যান্ড) থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ৭, ২০১২

আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা করেছে  ফিনল্যান্ড আওয়ামী লীগ । আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলী মোঃ রমজান।

 

হেলসিংকিতে দলের এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি খন্দকার এনামুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, ইকবাল হোসেন বকুল, মঞ্জুর রহমান, মোঃ খালেদুল ইসলাম জিতু, আতাউর রহমান রুহেল, শিক্ষা সম্পাদক তানভীর আহমেদ, ইমন আহমেদ, নাজমুল হাসান লিটন, আরিফুর রমান, শেখ সেলিম, শেখ সোহেল, সায়েম হোসেন, জাহিদ চৌধুরী, মহিবুল ইসলাম, সৌরভ প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের যতোই বাঁচানোর চেষ্টা করুন না কেন, এই মার্চে রাজাকারদের ঠাঁই বাংলার মাটিতে নেই, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। বিরোধী দলের নেত্রীর সমালোচনা করে নেতারা আরো বলেন, ‘মার্চ মুক্তিযুদ্ধের মাস, স্বাধীনতার মাস। এ মাসকেই তিনি (খালেদা) বেছে নিয়েছেন স্বাধীনতার শত্রুদের খুশি করতে।
আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। স্বাধীনতার চেতনায় দেশকে গড়ে তুলবো। ’

তারা বলেন, ‘মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। যখন থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, তখন থেকেই বিরোধী দলের নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে। যতোই ষড়যন্ত্র করুন না কেন, তাদের রক্ষা করতে পারবেন না। রাজাকারদের ঠাঁই বাংলার মাটিতে নাই। ’

বিরোধী দলের নেতা খালেদা জিয়ার উদ্দেশ্যে ফিনল্যান্ড আওয়ামী লীগ নেতারা আরো বলেন, ‘কথায় কথায় দেশ বিক্রির কথা বলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র কাছ থেকে টাকা নিয়ে আপনিই দেশ বিক্রি করেছেন। আদালতে ফাঁস হয়ে গেছে, নির্বাচনের আগে আপনি আইএসআই’র কাছ থেকে ৫ কোটি রুপি নিয়েছিলেন। দেশ বিক্রির কথা বলেন, যাদের আমরা পরাজিত করেছি তাদের কাছ থেকে কেন আপনি টাকা নিলেন। তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি দেশ বিক্রি করেছেন। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad