গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আনসার আলী (৬০) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, মাওনা চৌরাস্তা এলাকা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বরর্মী এলাকায় যাচ্ছিল। একপর্যায়ে সিএনজিটি উজিলাব এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনসার আলী মারা যায়। এ ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
আরএস/এএটি