মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনে রেন্ট এ কার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারুন শিকদারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারুন মাদারীপুর শহরের সুমন হোটেল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং ওই এলাকার আলমগীর শিকদারের ছেলে।
মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
এসআরএস