ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

দৌলতখানে অস্ত্র-জালনোটসহ ৩ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
দৌলতখানে অস্ত্র-জালনোটসহ ৩ ডাকাত আটক অস্ত্র-গুলিসহ আটক তিন ডাকাত

ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জালনোটসহ তিনজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার মদনপুর চর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। এরা সবাই মদনপুর চরের বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে মেঘনা নদীর মধ্যবর্তী মদনপুর চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও নয়টি এক হাজার টাকার জালনোটসহ ওই তিন ডাকাতকে আটক করা হয়। জব্দকৃত অবৈধ অস্ত্র-গুলি ও আটক ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন।

কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।