ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

টিনের ঢাল-টেঁটা হাতে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
টিনের ঢাল-টেঁটা হাতে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ আজমিরীগঞ্জে দুপক্ষের সংঘর্ষ। সংগৃহীত ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির তহবিল নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।  

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগড় গ্রামের জলমহাল ও সেচপ্রকল্প থেকে আয়ের টাকা গ্রাম পঞ্চায়েত একটি সমিতির মাধ্যমে তহবিল করে প্রতিবছর গ্রামবাসীর মধ্যে বিতরণ করা হয়। এ বছর জলসুখা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক দুই সদস্য শাহজাহান মিয়া ও আক্তার হোসেনের মধ্যে সমিতির তহবিল নিয়ে মতবিরোধ দেখা দেয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র (টিনের ঢাল, টেঁটা, ফিকল, লাঠি, দা-ছুরি) হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আজমিরীগঞ্জ থানা পুলিশ।  

আরও জানা যায়, সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে তফসির মিয়া নামে এক ব্যক্তির চোখ গলে গেছে এবং টেঁটাবিদ্ধ হয়েছেন শাহাবুদ্দিন, ওয়াহিদ মিয়া ও বাহাউদ্দিনসহ কয়েকজন। আহত অন্যদের পরিচয় জানা যায়নি। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল ইসলাম বাংলানিউজকে বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।