ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

রাজশাহীতে শেষ হলো শারদ উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, অক্টোবর ২, ২০২৫
রাজশাহীতে শেষ হলো শারদ উৎসব মুন্নুজান ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজশাহীতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নগরের পদ্মার পাড়ে শুরু হয় প্রতিমা বিসর্জন।

বিকেল গড়ালে প্রতিমা বিসর্জনের সংখ্যা বাড়তে থাকে।

এর আগে সকালের দিকে রাজশাহীর পূজামণ্ডপগুলোতে অঞ্জলি দেওয়া শুরু হয়। পূজামণ্ডপে ভক্তরা দলে দলে এসে অঞ্জলি দিতে থাকে। সকাল থেকেই দুর্গার বিদায়ের সুর বেজে ওঠে। বাজে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনি। দেবী দুর্গার বিসর্জনের আগে বিবাহিতা নারীরা মায়ের চরণে সিঁদুর নিবেদন করেন। এরপর শুরু হয় ‘সিঁদুর’ উৎসব। বিবাহিত নারীরা একে-অপরকে সিঁদুর পরিয়ে দেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে রাজশাহীর কুমারপাড়ায় পদ্মা নদীর পাড়ে মুন্নুজান ঘাটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।