যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে তাকে ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুঞা।
তিনি জানিয়েছেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় মেহেদী মাসুদকে আটক দেখানো হয়েছে। তাকে অপারেশন ডেভিল হান্টের আওতায় আটক করা হয় বলেও জানান ডিবি ওসি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের একদিন আগে যশোর শহরের লালদিঘির পাড়ে জেলা বিএনপির কার্যালয়ে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। সেসময় দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এ ব্যাপারে দলের নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর ৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। সেই মামলায় মেহেদী মাসুদ চৌধুরী পলাতক আসামি ছিলেন।
এছাড়া, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ক্যাডার বাহিনীর নেতৃত্ব দিয়ে ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি এবং বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি-ধামকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
আরএ