ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মাগুরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, মে ৩, ২০২৫
মাগুরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

মাগুরা: সদর উপজেলার পৌরসভার ভিটাসাইর গ্রামে দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার হয়েছেন মীর শহীদুল ইসলাম ওরফে বাবু মীর (৫৫) নামে জেলা আওয়ামী লীগের এক নেতা, এমন অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত বাবু মীর মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর বাবু মীর স্থানীয় জামাল মোল্লার বাড়িতে দাওয়াত খেতে যান। খাওয়ার শেষে বাড়ি থেকে বের হওয়ার আগমুহূর্তে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে তার ওপর হামলা চালায়। তিনি দৌড়ে ঘরের ভেতরে আশ্রয় নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে। তবে পুলিশ তাকে গাড়িতে তুলতে গেলে সেসময় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। পরে মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে বাবু মীরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

হামলার বিষয়ে বাবু মীর জানান, কারা বা কেন তার ওপর হামলা করেছে, তা তিনি জানেন না। তবে স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যুবদলের এক নেতাকে কুপিয়ে আহত করা হয়। অভিযোগ রয়েছে, সেই হামলায় বাবু মীর ও তার লোকজন জড়িত ছিলেন। আহত যুবদল নেতা পরবর্তীতে চিকিৎসা না পেয়ে মারা যান বলে এলাকাবাসীর দাবি। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ নিতে এবার বাবু মীরের ওপর হামলা চালানো হয়েছে।

সদর থানা সূত্রে জানা যায়, বাবু মীরের নামে একাধিক মামলা রয়েছে। কয়েক মাস আগে একটি মামলায় তিনি কারাগারে ছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ দিতে আগ্রহ দেখাননি।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।