নেত্রকোনার পূর্বধলায় পোশাক কারখানার শ্রমিক কমলা খাতুন (২৬) হত্যা মামলায় নিজাম উদ্দিন (৩৩) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ মে) বিকেল ৩টায় আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নিজাম একই জেলার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
মামলার এজাহার ও রায় থেকে জানা যায়, কমলা খাতুন বিবাহ বিচ্ছেদের পর গাজীপুর জেলার টঙ্গী থানায় মিরা বাজার এলাকায় তার ছোট বোন চাম্পা খাতুনের সঙ্গে থেকে একত্রে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরিরত অবস্থায় অনেকের সঙ্গেই তার প্রতিনিয়ত মোবাইলফোনে কথোপকথন চলত। একদিন ভাতিজার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কমলা। নিখোঁজ হওয়ার পরদিন ২০২২ সালের ১৯ নভেম্বর বিকেলে জেলার পূর্বধলা থানার খলিসাউড়া ইউনিয়নের পাবই দাসপাড়া বালুচড়া বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কের কাছ থেকে কমলার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে তার বড় ভাই নিজাম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত করে নিজাম উদ্দিন (বাদী ও আসামির একই নাম হলেও দুজন দুই ব্যক্তি) নামে একজনকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার মাধ্যমে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন শামসুদ্দিন আহমেদ।
এসআরএস