সাতক্ষীরা: পূর্ব ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী বাজারে উঠতে শুরু করেছে সাতক্ষীরার গোবিন্দভোগ ও গোপালভোগ আম। প্রথম দিনেই আকার ও রং ভেদে আমের দাম উঠেছে ১৫শ থেকে ২২শ টাকা মণ।
সোমবার (৫ মে) সাতক্ষীরার সুলতানপুরস্থ আমের পাইকারি বাজারে ভ্যানে করে মণকে মণ আম নিয়ে আসেন চাষিরা।
আম চাষি রফিকুল ইসলাম জানান, প্রথম দিন তিনি সাত মণ গোবিন্দভোগ আম বাজারে এনেছেন। দাম মোটামুটি। তবে, ক্রেতা খুব বেশি নয়।
তিনি বলেন, দু’একদিনের মধ্যেই আমের বাজার জমে উঠবে। বাইরের ক্রেতারাও আসতে শুরু করেছেন।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে সাতক্ষীরা জেলার প্রায় ৫ হাজার আম বাগানে ৬২ হাজার ৮শ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এখানকার আম অত্যন্ত সুস্বাদু। একইসঙ্গে অন্যান্য অঞ্চলের তুলনায় অন্তত ১৫-২০ দিন আগে পাকে। এজন্য এর চাহিদাও বেশি।
তিনি বলেন, আম ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম বাজারজাত শুরু হয়েছে। এছাড়া ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম বাজারজাত শুরু হবে।
এদিকে আম ক্যালেন্ডার অনুযায়ী সোমবার (৫ মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের একটি বাগান থেকে আম পাড়ার মাধ্যমে চলতি মৌসুমের আম বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় তিনি বলেন, সাতক্ষীরার আমের খ্যাতি দেশজুড়ে। নিরাপদ ও সুস্বাদু আম উৎপাদন ও বাজারজাতকরণে সর্বোচ্চ তদারকি করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে সাতক্ষীরার আম ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
আরএ