কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চরটেকী এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলো- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫)। আহত শিক্ষার্থীর নাম বর্ষা (১৫)। চরটেকী গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে সে। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ও হাসপাতালে চিকিৎসা চলছে তার।
তিনজনই সবাই স্থানীয় চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বাড়ি ফিরছিল ইরিনা, প্রিয়া ও বর্ষা। এসময় ঝড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। পথে চরটেকী নামাপাড়া এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়েছে বলা হলেও পরে বর্ষার বেঁচে থাকার বিষয়টি প্রকাশ পায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরএ/এসএএইচ