বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার (৮ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহতদের মাঝে আর্থিক সহায়তার এ চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেন্দিগঞ্জ উপজেলা, উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও জুলাই-আগস্টের ছাত্র প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের প্রতিনিধি।
অতিথিরা মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ৩৫ শিক্ষার্থীর মাঝে ১ লাখ টাকা করে মোট ৩৫ লাখ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
এমএস/জেএইচ