চুয়াডাঙ্গায় টানা ৯ দিন ধরে তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা মুষলধারে বজ্র ও বৃষ্টি হয়েছে।
আকস্মিক এই বৃষ্টিতে তাপদাহে কষ্ট পাওয়া মানুষজন কিছুটা শান্তি পেয়েছেন। এসময়ে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাতেও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। টানা ৯ দিন ধরে জেলার ওপর দিকে মৃদু থেকে তীব্র আকারের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। তাপমাত্রার পারদ উঠেছিল ৪২ ডিগ্রির ঘরে।
টানা খরতাপে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। রিকশা-ভ্যানচালক, দিনমজুর ও সাধারণ শ্রমজীবীরা রোদের তাপে কাজ করতে পারছিলেন না। কেউ গাছের ছায়ায় বসে সময় কাটিয়েছেন, কেউ আবার তীব্র গরম উপেক্ষা করে কাজে বের হয়েছেন। সবাই অপেক্ষায় ছিলেন এক ফোঁটা বৃষ্টির। অবশেষ স্বস্তির বৃষ্টিতে তাপ কিছুটা কমেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, বিকেলের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ২৩ মিলিমিটার।
আরএ