ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কলাগাছ লাগানো নিয়ে বিরোধ, ভাই-ভাতিজার পিটুনিতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, মে ১৮, ২০২৫
কলাগাছ লাগানো নিয়ে বিরোধ, ভাই-ভাতিজার পিটুনিতে কৃষকের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরের পাশের সীমানা ও বিবদমান জমিতে কলাগাছ লাগানো নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার পিটুনিতে সুনীল মাতা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে সুনীল মারধরের শিকার হন।

 

মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ বলেন, ঘরের পাশের সীমানা নিয়ে বড় ভাই নিখিল মাতার সঙ্গে সুনীলের বিরোধ ছিল। বিবদমান জমিতে কলাগাছ লাগানো নিয়ে শনিবার বিকেলে সুনীল মাতার সঙ্গে তার বড় ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নীলকান্ত মাতার ঝগড়া হয়। এ ঘটনার জেরে নিখিল ও তার ছেলে নীলকান্ত রাত ৯টার দিকে কৃষক সুনীলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে স্বজনরা সুনীলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।