ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সারাদেশ

কুষ্টিয়ায় জিকে খাল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, জুলাই ৩১, ২০২৫
কুষ্টিয়ায় জিকে খাল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: জেলার গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের (জিকে) খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে কুষ্টিয়া সদর উপজেলার পাটিবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে জিকে খাল থেকে এ মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেয়।  

মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।