ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যশোরে চেকপোস্টে বাস চালককে মারপিটের অভিযোগে অবরোধ, বিজিবির ভিন্নমত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, অক্টোবর ৫, ২০২৫
যশোরে চেকপোস্টে বাস চালককে মারপিটের অভিযোগে অবরোধ, বিজিবির ভিন্নমত

যশোর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চেকপোস্টে তল্লাশিকালে সোহাগ পরিবহনের একজন বাস চালককে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা যশোর-বেনাপোল সড়কে অবরোধের সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বিজিবি কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটেছে রোববার (০৫ অক্টোবর) সকাল ১০টার দিকে আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায়।  

বিজিবি’র পক্ষ থেকে পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার জন্য বাস চালকের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে, পরবর্তীতে আলোচনার ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক হলেও একটি পক্ষ বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, বেনাপোল থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস আমড়াখালি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা নিয়মিত কাজের অংশ হিসেবে বাসটিতে তল্লাশি চালান।  

এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে বাসের চালক অপুকে মারপিট করেন বিজিবি সদস্যরা।  

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার প্রতিবাদে যশোর-বেনাপোল সড়কে অবরোধের সৃষ্টি করে চালককে মারপিটের বিচার দাবি করতে থাকেন।

অবরোধকালে সীমান্তশহর বেনাপোলের সাথে যশোরের যানচলাচল বন্ধ হয়ে যায়।  

চালক অপুর দাবি, ‘আমি কোন অপরাধ করিনি। খামোখা বিজিবির একজন সদস্য আমার গায়ে হাত তুলেছে। আমি এর বিচার দাবি করছি। ’

এদিকে, বিষয়টিকে অনাকাঙ্খিত ও দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন বিজিবির সুবেদার মাহবুব। তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এরকম ঘটনায় বিজিবির কোন সদস্য অপরাধী হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুবেদার মাহবুবের হস্তক্ষেপে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নিলে কিছু সময় পর যশোর-বেনাপোল সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এদিকে, যশোর ৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) নূর উদ্দিন আহমাদ এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। তিনি বলেছেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রোববার সকালে আমড়াখালী চেকপোস্টে সোহাগ পরিবহনের একটি বাস থামতে বলা হয়। এসময় বাসের চালক রাস্তার ওপরে আড়াআড়িভাবে রেখে বাসটি থামান, যার ফলে রাস্তা বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।  

তিনি বলেন, দায়িত্বরত একজন বিজিবি সদস্য বাসে উঠে চালককে বাসটিকে রাস্তার এক পাশে নেওয়ার জন্য অনুরোধ করলে চালক অসৌজন্যমূলক আচরণ করে।  বিজিবি সদস্যরা বিষয়টি ধৈর্য্যরে সাথে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও চালক বাস থেকে নেমে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ অব্যাহত রাখেন। এক পর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে সমঝোতার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমড়াখালি চেকপোস্টে সংগঠিত এ অনাকাঙ্খিত ঘটনাটিকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।