ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সন্তানকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, অক্টোবর ৬, ২০২৫
সন্তানকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত বাবা নিজ সন্তানকে হত্যাকারী

লক্ষ্মীপুরে এক মাদকাসক্ত বাবার দায়ের কোপে পাঁচ বছরের শিশুকন্যা ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে।  

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

স্থানীয় লোকজন ঘাতক বাবা ফারুক হোসেনকে আটক করে বেঁধে রাখে। পরে পুলিশে সোপর্দ করে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদকাসক্ত ফারুক আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। ঘটনার সময় কোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে জখম করে বাড়ির পুকুরে ছুড়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করে। আতঙ্কে স্থানীয়রা ঘরে প্রবেশ করতে পারছিল না। পরে বাড়ির বাসিন্দারা জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক করে।  

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি মর্মান্তিক। ঘাতককে আটক করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।