ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

শ্রেণিকক্ষে টিকটক ভিডিও বানানোয় ৩ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, অক্টোবর ৬, ২০২৫
শ্রেণিকক্ষে টিকটক ভিডিও বানানোয় ৩ শিক্ষার্থী বহিষ্কার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির তিন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে টিকটক ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
 
সোমবার (৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


 
শিক্ষার্থীরা হলো- নবম শ্রেণির আব্দুল রকিব, নাঈম খান ও ইমানী মিয়া।
 
মনসুর আহমদ আতিক বলেন, সম্প্রতি টিফিন পিরিয়ড চলাকালে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নেচে-গেয়ে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মেয়ে শিক্ষার্থীদের অজান্তেই তাদেরও ভিডিওতে যোগ করা হয়। পরে গত ৪ অক্টোবর ছড়িয়ে পড়া ভিডিও আমাদের নজরে এলে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।  
 
তিনি আরও বলেন, অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে এসে যদি উপযুক্ত জবাব উত্থাপন করতে পারে তাহলে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা যেতে পারে। উপযুক্ত জবাব না মিললে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
 
পরে বিদ্যালয়ে বৈঠক করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন পাওয়া যায় তাহলে তাদের ব্যাপারেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।