গাজীপুরের টঙ্গীতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন করেছে নগরবাসী।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও বিআরটি প্রকল্পের কাজ এখনো সম্পন্ন হয়নি। এটা গাজীপুরবাসীর এক দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ফ্লাইওভার ও বাস স্টেশন এলাকাগুলো এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। ছিনতাইকারীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ও সড়ক দুর্ঘটনা। বিআরটি প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভারব্রিজগুলো এখনো সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা হয়নি। সড়কের পাশে খোলা ও অরক্ষিত ম্যানহোল পথচারীদের জন্য নতুন ঝুঁকি সৃষ্টি করেছে। নগরবাসী দ্রুততম সময়ের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানান। মানববন্ধন শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
আরএস/এএটি