ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নড়াইলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, অক্টোবর ৫, ২০২৫
নড়াইলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নড়াইল: চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়াসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন নড়াইলের স্বাস্থ্য সহকারীরা।  

রোববার (০৫ অক্টোবর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্তু নড়াইল সদর স্বাস্থ্য বিভাগের সামনে এ কর্মসূচি পালিত হয়।

গত ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলছে দেশব্যাপী।

এসময় তারা টিকাকেন্দ্রে না গিয়ে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সামনে অবস্থান নিয়ে মিছিল ও মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা সভাপিত মুর্শিদা আক্তার, সহসভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক সুজিত বিশ্বাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জেসমিন জুঁই এবং স্বাস্থ্য সহকারী মিরান বিশ্বাস।  

পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল নির্ধারণের সময় প্রাপ্ত টাইমস্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতিসহ ছয় দফা মেনে নেওয়ার দাবি জানান বক্তারা।

দাবি না মানলে সরকার ঘোষিত টায়ফয়েড ভ্যাকনিশেন কর্মকান্ডে তার অংশগ্রহণ করবেন না বলে হুমকি দেন।

কর্মসূচিতে নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।