ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘তরুণদের নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘তরুণদের নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা

বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কলেজ ভবনে ‘তরুণদের নতুন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছ। ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা ও তরুণদের ভূমিকা নিয়ে এই সভায় বক্তারা তাদের মূল্যবান দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

 

আলোচনাসভার উদ্বোধন করেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের হাতেই দেশের ভবিষ্যৎ।

প্রযুক্তি, শিক্ষা এবং উদ্ভাবনে তাদের এগিয়ে আসতে হবে। এ দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের জন্য তরুণদের উদ্ভাবনী চিন্তা-ভাবনা এবং সঠিক দিকনির্দেশনার প্রয়োজন। ’

এ সময় উপস্থিত ছিলেন জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক তহুরা বেগম, শাহীন মিয়া, আরিফুর রহমান, রুবেল মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখা কমিটিতে সভাপতি সোহানা সাবরিন জারা, সহসভাপতি মুসলিমা আক্তার প্রীতি, জেসিন তালুকদার, জান্নাত আরা ফেরদৌস রিয়া, সুমাইয়া আক্তার রিয়া, সাযিদাতুল জান্নাত, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জেমিসহ কলেজের ত্রিশজন শিক্ষার্থী।
 
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক তহুরা বেগম। তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। কিন্তু এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে তরুণদের দক্ষতা উন্নয়নে বিশেষ মনোযোগ দিতে হবে। শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং নৈতিক নেতৃত্বের বিকাশ তরুণদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে তরুণরা জাতীয় ঐক্যের প্রতীক হতে পারে। তাদের উচিত নিজেদের মধ্যে বিভেদ ভুলে দেশপ্রেম এবং সৃজনশীলতাকে প্রাধান্য দেওয়া। ’

আলোচনাসভায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। একাদশের শিক্ষার্থী তানজিনা আক্তার বলেন, ‘আমাদের মতো তরুণরা যদি ইতিবাচক চিন্তা এবং প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারব। ’

বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখা কমিটির সভাপতি সোহানা সাবরিন জারা বলেন, ‘তরুণদের দেশপ্রেম, প্রযুক্তিগত দক্ষতা এবং নৈতিক নেতৃত্বের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রানী বিলাশমনি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এই সভা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।