ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বাল্যবিয়েকে না বলল শিক্ষার্থীরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বাল্যবিয়েকে না বলল শিক্ষার্থীরা 

ময়মনসিংহ: বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নিয়েছে হাজার খানেক শিক্ষার্থী।  

বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।

 

‘বাল্যবিয়েকে না’- শিক্ষার্থীদের এ শপথ বাক্য পাঠ করান গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি শংকর ঘোষ পিলু।  

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান অন্যান্য শিক্ষক। শপথ বাক্য পাঠের পর উপস্থিত শিক্ষার্থীদের বাল্যবিয়ের কুফল সর্ম্পকে ধারণা দেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা নিয়ে বাল্যবিয়ে রুখতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য সব শিক্ষার্থীকে কঠোর হতে হবে।  

গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি শংকর ঘোষ পিলু বলেন, বাল্যবিয়ের কারণে পারিবারকি কলহ, অকাল গর্ভপাত, মাতৃমৃত্যু এবং সন্তান বিকলাঙ্গ হওয়ার শঙ্কা বেশি থাকে।

গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া বলেন, বাল্যবিয়ের কারণে অনেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হয় না। পারিবারকি চাপে এবং সমাজের মানুষের নানান প্ররোচণায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। সব শিক্ষার্থীকে বাল্যবিয়ে থেকে নিজেকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।  

হারুন বলেন, অর্থাভাবে কেউ যদি পড়ালেখা করতে না পারে, তাহলে বসুন্ধরা শুভসংঘকে জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা করে দেবে।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পলাশ মাজাহার, সহকারী শিক্ষক নুরুল আমীন ও উজ্জ্বল সরকার।  

বসুন্ধরা শুভসংঘের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান, মুশফিকুর রহিম মুশফিক, শফিউল হাবিব সামি, বেনজির আহম্মেদ তাজবি, রুমন মিয়া, আফ্রিদি হাসান নিরব, তানজিদ হাসান সৌরভসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ